শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
শুক্রবার(৩রা নভেম্বর) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও শোক দিবসের পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। অনান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান লাবু, প্রভাষক মর্জিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজ্জামেল হক মাসুদ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ, যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. সুলতান মাহমুদ প্রমুখ।
Leave a Reply