শামিউল হক শামীম ,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জেলা পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৭ অক্টোবর সকাল ৯টা থেকে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত। এবারের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ইলেক্টনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে , গাইবান্ধার মতো বিব্রতকর পরিস্থিতি এড়াতে এবারের কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন (ইসি)। থাকছে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ ব্যবস্থা। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী।
এ নির্বাচনে সদস্য পদে ৫ জন ও সংরক্ষিত নারী পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
সদস্য পদে শরিফুল ইসলাম তাজফুল ফ্যান প্রতীকে ৫৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দেশের ইতিহাসে দ্বিতীয় বারের মতো জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় গত ২৩ আগস্ট।
Leave a Reply