1. 24sirajganj@gmail.com : Md Masud Reza : Md Masud Reza
  2. admin@dailysirajganjnews.com : unikbd :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করলেন -এমপি   হাবিবে মিল্লাত মুন্না  সিরাজগঞ্জে নগর দরিদ্র সু-রক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদরে দিনব্যাপী পাট উৎপাদন কারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত   রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জ-৫ আসনে নিজেই স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস  সিরাজগঞ্জে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শরিফুল ইসলাম তাজফুল দুর্বিত্তের দেওয়া আগুনে সিরাজগঞ্জে মহাসড়কে পুড়ল সবজি বোঝাই পিকআপ স্বতন্ত্র প্রার্থী হলেন ডা.হাবিবে মিল্লাত মুন্না  বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিরাজগঞ্জের নারী উদ্যোক্তা নীলা বেলকুচিতে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ জান্নাত আরা হেনরী নৌকা প্রতিক পেয়ে সিরাজগঞ্জে আগমনে জেলা আওয়ামীলীগের ফুলেল শুভেচ্ছা

তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধে অন্তঃস্বত্তা নারীসহ আহত- ৫

  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ Time View

শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা নিয়ে বিরোধের জেরে মহিলাসহ আহত হয়েছে অন্তত ৫জন। গুরুত্বর অবস্থায় ১জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি দেখা দিলে সন্ধ্যায় মুহুর্ষ অবস্থায় ওই গৃহিনী মোছা. আবেদা খাতুন (৫০) কে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া শেখাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট।

জানা গেছে, হামকুড়িয়া শেখপাড়ার গ্রামের মৃত ঈমান আলীর ছেলে মো. তফের আলী (৫৫) ও মো. রেজাউল করিম (৫২) এর পৈতিক জমিতে বিগত কয়েক বছর যাবত ভোগ দখল করছেন এবং বর্তমানে ওই জমিতে ভুট্টার চাষও করেছেন। একই গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে মো. সোহরাব (৪৪) ওই জমির মালিক দাবী করে তাহার ছোট ভাই রবিউল (৩৮), মাসুদ রানা (৩৬), মোক্তার (৩২), মোস্তফা (২৮) এবং ভাতিজা মো. সাব্বির হোসেন (২৩)দের সংগে নিয়ে ১৯ নভেস্বর রবিবার দুপুরে ওই জমি জোড় পূর্বক দখল করতে যান। এসময় খবর পেয়ে তফের আলী ও রেজাউল করিম ওই জমিতে যান এবং উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহরাব আলী ও তার লোকজন লাঠি নিয়ে তফের আলী ও রেজাউল করিমকে বেধড়ক পেটাতে থাকেন। এতে রেজাউল করিমের স্ত্রী আবেদা খাতুন এবং ৭ মাসের অন্তঃস্বত্তা ভাতিজী তাকমিনা খাতুন বাঁধা দিলে তাদেরও বেধড়ক পেটায়। ঘটনাস্থলে আবেদা খাতুনের মাথা ফেটে যায়। পাশাপাশি তফের আলী, রেজাউল করিম এবং অন্তঃস্বত্তা তাকমিনাও গুরুত্ব আহত হন।
পরে প্রতিবেশিরা একত্রিত হয়ে গুরুত্বর অবস্থায় আবেদা খাতুন ও তাকমিনা খাতুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

বিষয়টির সম্পর্কে তফের আলী বলেন, আমাদেরকে বাঁশের লাঠি লোহার রড দিয়ে শারিরিক নির্যাতন করা হয়েছে। আমরা এর বিচার চাই।

আর অভিযুক্ত সোহরাব আলী নির্যাতনের প্রসঙ্গে বলেন, উনারা যত নির্যাতনের অভিযোগ করেছেন। তা তত না। ধাক্কা ধাক্কি হয়েছে মাত্র।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আজমাইন ইফতেখার বলেন, আবেদা খাতুনের মাথায় সেলাই দেওয়া হয়েছে। তবে বর্তমানে রুগীর আত্মীয়স্বজন আবেদা খাতুনকে অন্যত্রে নিয়ে গেছেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, থানায় মামলা করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2023 Daily Sirajganj News
Website Developed by UNIK BD