সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ১৫টি বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের একীভূত শিক্ষা বিষয়ক দিনব্যাপী লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ও সাইট সেভার্স এর সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিধান্ত
অনুযায়ী সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের মধ্যই বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা কার্যক্রম বিশেষ ভুমিকা রাখছে।
গণ উন্নয়ন কেন্দ্রের সিনিয়ার প্রোগ্রাম ম্যানেজার অভিজিৎ রায় প্রার্থের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা সমাজসেবা অফিসার একেএম মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান, সাইটসেভার্স ইউকে প্রোগ্রাম ম্যানেজার লুসি রীভ, মনিটরিং অফিসার আমোস কিবেট, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, সাইটসেভার্স বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার সৈয়দা আসমা রশিদা, মনিটরিং সমন্বয়কারী মৃনাল কান্তি দাস ও জেলা কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান, প্রোগ্রাম ম্যানেজার (এডমিন) রতন কুমার সেহানবীশ, এডুকেশন অফিসার নীলা জামান, ফিন্যান্স এন্ড এডমিন অফিসার সনজিব কুমার, ফিল্ড ফ্যাসিলিটেটর তাসলিমা খাতুন প্রমূখ।
Leave a Reply