সামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সংসদ সদস্যদের ২০২২-২৩ অর্থ বছরের বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে মেধাবী ১২৫ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা মিলায়তনে অনুষ্ঠিত ওই বৃত্তি প্রদানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এসময় তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমার ঐচ্ছিক তহবিল থেকে রায়গঞ্জ-তাড়াশ আসনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করছি। এতে ছাত্র ছাত্রীদের মাঝে ভাল ফলাফলের প্রতিযোগীতা সৃষ্টি হবে এটা আমার বিশ্বাস। এছাড়াও বিভিন্ন সময়ে আমি আমার ব্যাক্তি অর্থ গরীব ও মেধাবী ছাত্রদের সহযোগীতা করি।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সম্পাদক শাহিনুর আলম লাবু, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম প্রমূখ।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২৫ জন মেধাবী শিক্ষার্থীদের ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
Leave a Reply