সামিউল হক শামীম, তাড়াশ, প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে মো. শিহাব উদ্দিন (১২) নামে এক মাদ্রাসা ছাত্র ১মাস ধরে নিখোঁজ রয়েছে। এতে করে আতঙ্কে রয়েছে মাদ্রাসা ছাত্র শিহাবের পরিবারের সদস্যদের।
শিহাব তাড়াশ পৌর এলাকার জাহাঙ্গীর গাতী মহল্লার ভ্যান চালক আব্দুল জলিলের ছোট ছেলে ।
নিখোঁজ শিহাব তাড়াশ চক্ষু হাসপাতাল মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। শারীরিক গঠন: চুল-ছোট/খাট, গাঁয়ের রঙ:শ্যামলা, উচ্চতা ৪ ফুট, মাথায় সাদা রঙের টুপি ছিল।
গত ১লা ডিসেম্বর তাড়াশ চক্ষু হাসপাতাল রাস্তার মোড় থেকে মাদ্রাসা ছাত্র শিহাব নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নিখোঁজ মোঃ শিহাবের বাবা মো. আব্দুল জলিল তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। জিডি নং: ১১৯২। তারিখ ২১.১২.২৩
এদিকে শিহাবের বাবা মোঃ আব্দুল জলিল তার সন্তানের খোঁজে সবার সহযোগিতা চেয়েছেন। তার কোনো খবর পেলে মোবাইল নং -০১৯৫১৯৯৮৫১২ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, পুলিশ নিখোঁজ মাদ্রাসা ছাত্র শিহাবকে খুঁজে বের করার চেষ্টা করছে।
Leave a Reply