সামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
তাড়াশে বেড়েছে গরু চুরির ঘটনা। গতরাতে উপজেলার সগুনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রামে চারটি ও পৌর শহরের থানা পাড়া এলাকায় থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২০ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে চুরি যাওয়া গরুর মালিক সগুনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রামের কৃষক হায়দার আলী জানান, রাতে অন্যান্য দিনের মতো গরু গোয়াল ঘরে উঠিয়ে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু সকালে গরু বের করতে গেলে দেখি গোয়াল ঘরের তালা ভাঙ্গা। আর গোয়াল ঘরের ৪ টি গরু কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সংঘবদ্ধ চোর চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করেন হায়দার। চুরি যাওয়া চারটি গরুর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।
অপরদিকে তাড়াশ পৌর এলাকার থানা পাড়া মহল্লায় কে এম মোনায়েম হোসেনের গোয়াল ঘরের তালা ভেঙে ২ টি গরু চুরি করে নিয়েছে চোরের দল।তারও আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
ভুক্তভোগী দুইজন কৃষকই তাড়াশ থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গরুর মালিক গরু চুরির বিষয়ে একটি অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply