সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে পরিচয় বিহীন অজ্ঞাত লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার এস, আই আব্দুস সালাম ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ (৪আগষ্ট) শুক্রবার সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তাড়াশ অঞ্চলের মান্নান নগর বাজারের পূর্বে ৭ নম্বর ব্রিজের কাছাকাছি লিংক রোডের পাশে রাস্তার ধারে ব্লকের উপর একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) নুরে আলম জানান, পরিচয় বিহীন লাশের সুরতহাল রিপোর্ট লেখা হচ্ছে। মরদেহের ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply