সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে মৎস্য কর্মকর্তা সংগীয় তাড়াশ থানার পুলিশের সহায়তায়, ৮ নং ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশগুল আজাদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চলনবিলের মাগুড়া, চরকুশাবাড়ী ও ৮, ৯ নং ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করে, যার অনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। ক্ষতিকর এই জাল গুলো জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (২৭ আগস্ট ) বিকাল ৪টা থেকে সন্ধা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশগুল আজাদ বলেন, চায়না দুয়ারী জাল মৎস্য সম্পদের জন্য হুমকি স্বরুপ। ছোট, বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার চায়না দুয়ারী জালে প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষার্থে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিত ভাবে অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply