সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে হানিফের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গতকাল রাত ১২টায় পুড়ে ছাই হয়ে গেছে। রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ঘরের কোনায় আগুন দেখতে পেয়ে পরিবারের সবাই চিৎকার শুরু করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
এরই মধ্যে আগুন লাগার খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে কৃষকের বসতঘরে থাকা ধান, চাল, নগদ টাকা, স্বর্ণলংকার, আসবাবপত্র, ইলেট্রনিক্স সামগ্রী সহ প্রায় তিন লাখ টাকা মূল্যের সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সকালে খবর পেয়ে সেই বাড়িতে ছুটে যান, বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মোঃ ময়নুল হক। আগুনে পোড়া নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ান এবং আর্থিক সহযোগিতা করেন ।
বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, এমন একটা দুর্ঘটনায় নিঃস্ব হয়েছে এ পরিবার। সাড়া জীবনের অর্জিত সম্পদ পুড়ে ছাই হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রায় তিন লক্ষ টাকা হবে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকাসহ চাল, ডাল, আলু, পেঁয়াজ লুঙ্গি, শাড়ি বিতরন করেন তিনি। এবং খুবই দ্রুত সময় ঘর নির্মানের প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বিপ্লব হোসেন, মজনু হোসেনসহ সংরক্ষিত মহিলা সদস্য গণ।
Leave a Reply