সামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে অপরাধ প্রতিরোধে পাড়ায় মহল্লায় ওয়ার্ড সদস্য এবং প্রধানবর্গের সহায়তায় পাহারার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঋতু পরিবর্তনে বিভিন্ন সময়ে তাড়াশ থানা এলাকায় পূর্ববর্তী অপরাধ চিত্রানুসারে দেখা যা যে, গরু চুরি সহ বিভিন্ন চুরি ও অন্যান্য অপরাধ সংগঠনের প্রবণতা বৃদ্ধির আশংখা থাকে। যাহা শুধুমাত্র থানায় কর্মরত অফিসার ফোর্স এবং সরকারী গাড়ী যোগে থানা এলাকায় প্রত্যেক পাড়ায় মহল্লায় এবং প্রতিটি রাস্তা, বাজারঘাট এবং প্রতিটি বাড়ির সামনে নিরাপত্তার জন্য অবস্থান করা সম্ভব হয়ে উঠে না। এ জন্য সরকার স্থানীয়দের সম্পৃক্তের জন্য কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এর মত ব্যবস্থা গ্রহন করেছে। আর এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মল করা সম্ভব। এমতাবস্থায় তাড়াশ উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড, পাড়া, মহল্লায় অপরাধ প্রতিরোধে ওয়ার্ড সদস্য এবং প্রধানবর্গের সহায়তায় পাহারার ব্যবস্থা গ্রহনের জন্য বিশেষ নোটিশ জারি করলেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম।
Leave a Reply