শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে মহিষলুটি খালকুলা বাসস্টান্ডের মধ্যবর্তীস্থানে রাস্তার পাশে লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
তাড়াশ থানার ওসি(তদন্ত) মো:নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সরেজমিনে দেখা যায়, লাশটি ৩৫ থেকে ৪০ বছর বছর বয়সের এক পুরুষের। তার মুখে দাঁড়ি, গায়ে চেক শার্ট ও পড়নে নীল সাদা চেক লুঙ্গি পরিহিত রয়েছে। মাথায় আঘাতের চিহ্ণ দেখে পুলিশের ধারনা, গাড়ির ছাদ থেকে পরে গিয়ে অথবা ভারি কোন বস্তুর আঘাতে সে নিহত হয়েছেন।
ঘটনাস্থলে থাকা এসআই মো: আব্দুস সালাম জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। বিভিন্ন মাধ্যমে লাশের পরিচয় নিশ্চিত হয়ার চেষ্টা চলছে। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া নিশ্চিত কোনোকিছু বলা সম্ভব নয়।
Leave a Reply