এনামুল হক, সিরাজগঞ্জঃ ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বাধা দিলে তার দায় আওয়ামী লীগকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
রবিবার (২২ অক্টোবর ২০২৩ইং) তারিখে সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে আল মাহমুদ অ্যাভিনিউ রোডে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র বাড়ীর আঙ্গিনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানের পরিচালনায় প্রতিনিধি সভায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ন কবির খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
শিমুল বিশ্বাস আরও বলেন, বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো নেতারা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন, দলের জন্য মাঠে নামতে না পারেন সেজন্য তাদের সাজা দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতির আজ মারাত্মক দুরাবস্থা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।
দেশকে বাঁচাতে এ আন্দোলন এখন শুধু বিএনপির একার নয়, সর্বস্তরের মানুষের। অর্থনীতিকে বাঁচাতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই।
প্রধান বক্তার বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তলে তলে সব ঠিক হয়ে গেছে। তলে তলে যদি সব ঠিক হয়ে যায় তাহলে বাংলাদেশ রসাতলে যাবে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান থাকতে দেশকে আমরা রসাতলে যেতে দিবো না। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে বাকশাল করেছিলো। সেই গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছিলো। স্বৈরাচার এরশাদ আবার গণতন্ত্র হত্যা করেছিল সেই গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে ফিরিয়ে দিয়েছিল। সেই গণতন্ত্র ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা গলাটিপে হত্যা করেছে। আজ দেশে গণতন্ত্র নেই ভোটের অধিকার নেই দিনের ভোট রাতেই নিয়ে নেওয়া হচ্ছে। সেই গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের সকল মুক্তিকামী মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। তার নেতৃত্বেই ফ্যাসিষ্ট হাসিনার পতন ঘন্টা বাজবে ইনশাআল্লাহ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, মতিয়ার রহমান আকন্দ, মতিয়ার রহমান সরকার, খ.ম রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলমসহ সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির আওতাধীন ১৮টি ইউনিটের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply