এনামুল হক, সিরাজগঞ্জঃ ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ঘটিকার সময় পৌর শহরে জনসচেতনতামূলক এ লিফলেট বিতরণ করা হয়।
এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা বিএনপির যুগ্ম – সম্পাদক নুর কায়েম সবুজ, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ,
সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান ভূইয়া, শহর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল জোয়ারদার,শহর বিএনপি নেতা ইমন খান চৌধুরী, জেলা মৎস্যজীবি দলের আহবায়ক মনিরুজ্জামান বাবু সহ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply