আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ২নং ঝাঐল ইউনিয়নের ১,২, ৩ নং ওয়ার্ডে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ভোগীদের স্বশরীরে লাইফ ভেরিফিকেশন ও মূল্যায়ন সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ঝাঐল ইউনিয়নের বড়ধূল হাটখোলায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, উন্নত সমৃদ্ধি শালী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলেই দেশএখন উন্নয়নের মহাসড়কে হাটছে। যা দেশ-বিদেশে প্রশংসিত। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও চতুর্থ প্রধানমন্ত্রী করতে হবে এজন্য নৌকা মার্কায় ভোট দিবেন। বিএনপি -জামাত ষড়যন্ত্র করে তথাকথিত আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার দিবা স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণ হবে না অতন্দ্র প্রহরী মত কাজ করবে আওয়ামী লীগ তার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।
এতে সভাপতিত্বে করেনঃ ২নং ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন ঠান্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এ. শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম রেজা সেলিম,
সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শেখ, যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান, জেলা পরিষদ সদস্য মোঃআমিনুল ইসলাম খাঁন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবীব প্রমুখ।
এসময়ে কামারখন্দ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা -কর্মচারীগণ, ভাতাভোগীরা সহ কামারখন্দ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply