নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর মাদক বিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ৷ ও রওশন আলী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ৷ ও রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ রায়গঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে বৃহস্পতিবার সাড়ে ৪ ঘটিকার সময় রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল জোরপুল গ্রামস্থ মোঃ তরিকুল ইসলাম(৩২), পিতা-মোঃ ওমর আলী, সাং-কোদলা এর মালিকাধীন জম জম দই ঘর এর সামনে খোলা জায়গায় আসামী ১। শেখ কামাল হাসান(৫০), পিতা-মৃত শেখ আকতার হোসেন, মাতা-ফাতেমা বেগম, বর্তমান সাং-রাউতপাড়া, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, স্থায়ী সাং-শিরমনি, থানা-খানজাহান আলী, জেলা-খুলনা ২। মোঃ মমিনুল ইসলাম(৪৩), পিতা-মৃত শামসুদ্দিন, মাতা-আমিনা বেগম, সাং-শিয়ালকোল বিলধলি, থানা ও জেলা-সিরাজগঞ্জদ্বয়কে আটকপূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট (৫০০০+৩০০০)=৮০০০ (আট হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply