আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ “মৎস্যজীবির অধিকার, জাল যার জলা তার” এ শ্লোগান নিয়ে জাতীয় মৎস্যজীবি সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র নব-নির্বাচিত পরিচিতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের মেছুয়া বাজার কার্যালয়ের পৌর এলাকার মৎস্য ক্রয়-বিক্রয় সমবায় সমিতির অফিসে উক্ত পরিচিতি সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাতীয় মৎস্যজীবি সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র নব-নির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম।
এ সময়ে অনুষ্ঠানে পরিচিতি সভায় – সহ-সভাপতি শ্রী বুদ্ধিশ্বর হালদার, মোঃ আমিনুল ইসলাম বুলবুল, শহিদুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, তাজউদ্দীন ব্যাপারী শেরেকুল,
সাধারণ সম্পাদক মোঃ খোকন ব্যাপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জীবন ব্যাপারী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ বিপুল ব্যাপারী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শ্রী বিমল হাওলাদার, কোষাধ্যক্ষ মোঃ ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নাছির উদ্দীন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আশিকুর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, মহিলাবিষয়ক সম্পাদিকা মোছাঃ আনোয়ারা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ অঞ্জনা খাতুন, শ্রীমতি শিল্পী রাণী হালদার সহ ২১ জন নির্বাহী সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা প্রদান করা হয় এবং তারা বক্তব্যে রাখেন।
পরিচিতি সভার নবনির্বাচিত সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, জেলার প্রায় ইউনিয়ন পরিষদের ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। এতে ইউপি সদস্যগণ মৎস্যজীবিদের সংগঠন বা জেলেদের সঠিক মুল্যায়ন করে না। বরাদ্দকৃত ভিজিএফ চাল অনেক মৎস্যজীবিরা পান না । এমনকি মৃত ব্যক্তির নামের বরাদ্দকৃত চাল আত্মসাৎ করেন। মৎস্যজীবি নেতৃবৃন্দদের সঠিক মুল্যায়ন করে ক্ষমতা দেওয়ার আহবান জানান।
উল্লেখ্য, জাতীয় মৎস্যজীবি সমিতি সিরাজগঞ্জ জেলার সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ মার্চ সকালে সিরাজগঞ্জ এম.মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। উদ্বোধক ছিলেন, জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ ইসলাম আলী।
Leave a Reply