1. 24sirajganj@gmail.com : Md Masud Reza : Md Masud Reza
  2. admin@dailysirajganjnews.com : unikbd :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করলেন -এমপি   হাবিবে মিল্লাত মুন্না  সিরাজগঞ্জে নগর দরিদ্র সু-রক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত তাড়াশে তাহিরা-হক প্রতিবন্ধী শিক্ষা নিকেতন পরিদর্শন করলেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের সহকারী সচিব স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত সাংবাদিক সুকান্ত সেনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষ্যে র‍্যালি  প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জ বাগবাটীতে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ  শিয়ালকোল আব্দুল্লাহ হাই স্কুল এন্ড কলেজের ৪০ বছর পূর্তিতে পুনর্মিলনীর অনলাইন রেজিস্ট্রেশন শুরু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  সিরাজগঞ্জে ৬টি আসনে যাদের মনোনয়ন বৈধ ছোনগাছায় গরু চুরি অভিযোগে নারীসহ গ্রেফতার-৩ উল্লাপাড়ায় দুর্বিত্তের দেওয়া আগুনে পুড়ল করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান কাজিপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদকসহ ২ নেতা বহিষ্কার 

জাতীয় শোক দিবস উপলক্ষে- সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর নিজস্ব উদ্যোগে ৪টি ব্যাটারি চালিত রিক্সা  বিতরণ 

  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১২৯ Time View

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে – সিরাজগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,  বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুস সাত্তারের নিজস্ব উদ্যোগে  ৪ জন দরিদ্র বৃদ্ধ  রিক্সাচালককে ৪টি ব্যাটারী চালিত রিক্সা বিতরণ করেছেন । 

এই চারজন রিক্সাচালকের  বয়স প্রায় ৬০ উর্দ্ধে। অভাব অনটনের জন্য একটি রিক্সা’র মালিক হয়নি অন্যের রিক্সা ভাড়া নিয়ে পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালিয়ে জীবনযাপন করছেন  এমন ৪ জন বৃদ্ধ রিক্সাচালককে খুঁজে বের ৪টি ব্যাটারী চালিত রিক্সা প্রদান করলেন – বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী  হাজী আব্দুস সাত্তার।

শনিবার (২৬ আগষ্ট ২০২৩) দুপুর ১২টার দিকে সিরাজঞ্জের পৌর এলাকার ধানবান্ধি মতি সাহেবের ঘাটে ৪জন বৃদ্ধ রিক্সাচালককে ব্যাটারী চালিত রিক্সার হাতে চাবি বুঝিয়ে দিয়ে রিক্সা হাতে তুলে দেন।
তথ্যানুসন্ধ্যানে জানা যায়, ২৫ আগস্ট সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী নিজ বাসভবনে থেকে শহরের দিকে রিক্সাযোগে যাচ্ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর রিক্সাচালক সোবাহান অস্থিরতা বোধ করছেন। এই অস্থিরতা দেখে হাজী আব্দুস সাত্তার রিক্সাচালককে বলেন,  আপনি তো বোধ হয় অস্থির হয়ে যাচ্ছেন?  তখন রিক্সা চালক সোবাহান বলেন, আমার নিজের রিক্সা নেই, আমি পরের রিক্সা ভাড়া নিয়ে পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালাই। বৃদ্ধ বয়স এখন আর আগের মত পা দিয়ে রিক্সা চালাতে পারি না। তাই হাফসে যাচ্ছি। হাজী আব্দুস তাৎক্ষণিক রিক্সাচালককে রিক্সার শো রুম নিয়ে  গিয়ে রিক্সা ক্রয় করে নিয়ে আসেন।

পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে এমন আরোও ৩জন বৃদ্ধ রিক্সাচালককে খুঁজে বের করে ৪টি রিক্সা তাদের হাতে তুলে দেন। ধানবান্ধি গাবতলার মৃত মক্কেল মন্ডলের পুত্র সোবাহান (৬০), বিএল স্কুল রোডের মৃত আব্দুল সেখ এর পুত্র নুর ইসলাম (৬৭), ডুবাপাড়ার মৃত মফিজ উদ্দিন এর পুত্র আবু বক্কার (৬৫) ও  জেসি রোডের মৃত কুরমান আলীর পুত্র মোকাদ্দেস (৬৮)  ব্যাটারী চালিত রিক্সা পেয়ে পরিবার নিয়ে সুখি জীবন যাপন করবে বলে খুশিতে কেঁদে ফেলেন।
ব্যাটারী চালিত রিক্সা প্রদানকালে সরকারি হাজী কোরাপ আলী মেমোরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মকতেল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার বলেন, সম্পদ নিয়ে কেউ কবরে যাবে না সম্পদ পৃথিবীতে রেখে চলে যেতে হবে। আমাদের আশেপাশের দুঃস্থদের সাহায্যে করতে এভাবে  এগিয়ে আসলে খুবই ভালো হবে। দুঃস্থদের পাশে সকল    বিত্তবানদের  এগিয়ে আশার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2023 Daily Sirajganj News
Website Developed by UNIK BD