নজরুল ইসলাম:
“পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৬নং ছোনগাছা ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে ছোনগাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম এবং বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক দায়িত্বে ছিলেন সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু।
জানা যায়, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায়
তালিকাভূক্ত সুবিধাভোগী ১৩৫ জন পাটচাষীদের মাঝে ১’কেজি করে উন্নত জাতের পাট বীজ, ইউরিয়া ৬’কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি মোট ১২ কেজি করে সার বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছোনগাছা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও মো. আলিমুল হক, পরিষদের সদস্য অন্যান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পাটচাষীরা উপস্থিত ছিলেন।###
Leave a Reply