আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের দরিদ্র, দুঃস্থ ও অসহায় ২৯শ’ ২৬ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।
বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন দেশের মানুষের খাদ্যের কোন অভাব হবে না। আল্লাহর রহমতে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে পর্যাপ্ত খাদ্য আছে। আপনাদের জন্য পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী চাল উপহার পাঠিয়েছেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
বিতরণকালে ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা আবু আউয়াল, ইউপি সচিব এমদাদুল হক , ইউপি সদস্য তারিকুল ইসলাম , আবু তাহের ঝন্টু, জহুরুল ইসলাম , আব্দুল মমিন ,শহিদুল ইসলাম, আমির হোসেন,শাহাদৎ হোসেন বাবু,মহর আলী,সেলিম রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় চাল পেয়ে খুশিতে খোদেজা বেওয়া,মজিবর রহমান, কুলছুম বেগম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের এমপি জয় আমাদের মাথা গোঁজার ঠাই করে দিয়েছে আবার ঈদের জন্য চাউল ও দিলো এবার ঈদে বাচ্চা গুলো নিয়ে ভালো ভাবে ঈদ করতে পারবো। আমাদের কথা গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয় সাহেব হয়তো শুনবে না কিন্তু নামাজ পরে আমাদের চেয়ারম্যান সহ তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের কে সুস্থ রাখেন। আমাদের মত অসহায় মানুষের পাশে দারাতে পারে সবার মুখে হাসি ফুটাতে পারে।
Leave a Reply