তারিকুল আলম, সিরাজগঞ্জঃ যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্যে মহিলা বিষয়ক অধিদপ্তের আয়োজনে, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান ।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষিবিদ মাজেদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার,থানার ওসি হারুন অর রশীদ,জেলা আ’লীগের উপদেষ্টা হজরত আলী মাষ্টার, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার,প্রাণিসম্পদ অফিসার ডা: রফিকুল ইসলাম মান্নান, প:প অফিসার গিয়াস উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, কৃষিবিদ ডা: জান্নাতি ও তথ্য আপা প্রকল্পের সমন্বয়ক তামান্না প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীবৃন্দ, স্থানীয় নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরের স্থানীয় অসহায়-দুস্থ ৭ জন নারীর হাতে ৭টি সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এর আগে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল প্রার্থনা করা হয়। এদিকে আলাদা অনুষ্ঠানে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে তথ্য আপা প্রকল্পের উদ্যোগে সংক্ষেপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন, আইসিটি অফিসার শম্পা কর্মকার, কালীকৃষ্ণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
Leave a Reply