আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চকশিয়ালকোল গ্রামে স্বপ্নসারথি দলের ২৫ জন কিশোরীদের নিয়ে (আমরা শক্তি আমরা বল পর্ব ২ ) জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২ আগস্ট ) বিকেল ৩ টার দিকে চকশিয়ালকোল গ্রামে আবদুল রাজ্জাক এর বাড়িতে ” উক্ত সেশন টি পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার (সেলপ), মোঃ মাসুদ রানা উক্ত সেশনের মাধ্যমে কিশোরীরা তারা নিজেরা সুসম্পর্ক গড়ে কাছের মানুষ খুঁজে বের করে আনে, নিজেকে জানলো এবং লক্ষ্য নিধারণ করলো, তারা দলে থাকার গুরুত্ব বুঝলো, দলের মাধ্যমে যেকোন কাজ করা সহজ এবং একা চলা কঠিন, তারা একের অন্যয় সহযোগিতা করার জন্য কাজ করে যাবে। তারা নিজেরা শপথ করে নিজেরা বাল্যবিয়ের স্বীকার হবে না এবং অন্য কাউকে বাল্যবিয়ে হতে দেবে না।
উক্ত সেশনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (জোনাল ম্যানেজার) সুফিয়া বেগম জেলা ব্যবস্থাপক মো: আজাদ রহমান,ডেপুটি ম্যানেজার সাইফুল ইসলাম, পল্লীসমাজ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply