মানিকগঞ্জঃ
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাট এলাকায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে।আরিচা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ মুজিবুর রহমান জানান, সকাল সোয়া আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ফেরিতে ৯টি ট্রাক ছিল।আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট উদ্ধারকাজ পরিচালনা করছে। এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৫ জন নিখোঁজ রয়েছে।
মানিকগঞ্জ ও ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে আরিচা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার সৈয়দ আশরাফুর রহমান বাসসকে জানিয়েছেন।এ ছাড়া সারেংয়ের একজন সহকারি এখনো নিখোঁজ আছে বলে মানিকগঞ্জ ফায়ার জোনের উপসহকারি আব্দুল হামিদ জানিয়েছেন।উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে যাচ্ছে। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply