ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ.
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জ বেলকুচি চৌহালী ও এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ভার্চুয়াল প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি।
প্রধান বক্তা ভার্চুয়াল উপস্থিত ছিলেন, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সদস্য, জাতীয় স্হায়ী কমিটি -বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপি ও বেগম রুমানা মাহমুদ সাবেক সংসদ সদস ও সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এম এ মুহিত সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা কাউন্সিল ও সাইদুর রহমান বাচ্চু বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আমিরুল ইসলাম খান সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। জনগণের কাছে জবাবদিহীমুলক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য। গণ-আন্দোলনের জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা। তার বিদায়ে দেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছেন। স্বৈরাচারী সরকারের প্রধান পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের যে আশা ও প্রত্যাশা তা পূরণ করতে সক্ষম হবো। কোনো অবস্থাতেই বৈষম্যবিরোধী ছাত্র গণ-আন্দোলনে বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার নিশ্চিত ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশীয় সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃস্টি করে বেকার সমস্যা দূর করা যাবে। এনায়েতপুর ও বেলকুচি অঞ্চলের তাঁত শিল্পের উন্নয়ন ঘটিয়ে তাঁত শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান, আবু সাইদ সুইট, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু।
এ ছাড়া এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন আলী মন্টু সরকার, সদস্য সচিব মুঞ্জুরুল শিকদার মুঞ্জু, বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিন, চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা, সেক্রেটারি কারী ময়নাল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply