নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ীতে শিয়াল মারার জন্য মুরগি খামারে জি আই তার দিয়ে ফাঁদ পাতায় সেই ফাঁদে বাপ ও বেটি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৭ টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোণা হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, চন্দ্রকোণা হঠাৎপাড়া গ্রামের লাল চাঁদের পুত্র সাব্বির মন্ডল তার মুরগির খামারে শিয়ালের উপদ্রব থেকে বাঁচতে গোপনে ঘরের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ দিয়ে রাখে। হঠাৎ করে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রতিবেশী রাজু মন্ডলের মেয়ে রিয়া মনি(১১) যাবার সময় তারের সাথে আটকে যায়। তার চিৎকারে রিয়া মনির বাবা রাজু মন্ডল(৩৮) ছুটে গেলে তিনিও তারের সাথে আটকে যায়। পরে স্হানীয়রা বাবা মেয়েকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে খামারী সাব্বির মন্ডল বলেন, তাঁর খামারে শিয়াল খুব উৎপাত করে। মুরগি নিয়ে চলে যায়। তাই শিয়াল মারতে জি আই তার দিয়ে ফাঁদ তৈরি করেছিলাম। প্রতি দিন ভোর রাতেই তারের সংযোগ খুলে রাখি আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল এরই মধ্যে খামারের পাশে রাজু মন্ডলের বাড়ি। তার মেয়ে রিয়া মনি ও তার বাবা রাজু মন্ডল আটকিয়ে গেছে তা আমি জানি না। পরে শুনেছি আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে রিয়া মনির চাচা রাজুর ভাই রনজু মন্ডল বলেন, আমি পারিবারিক কাজে ঢাকায় আছি তবে আমি শুনে রওনা হয়েছি বাড়িতে। আমার একটা রিকুয়েষ্ট এ ভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে শিয়াল মারার নামে মানুষ মারার ফাঁদ পাতার সঠিক বিচার চাই। এ ব্যাপারে পাশে থাকা পায়ার লোম শ্রমিকেরা বলেন, প্রথমে আটকিয়েছে রিয়া মনি তা দেখে রাজু মন্ডল মেয়েকে বাঁচানোর জন্য ঝাপিয়ে পরে তখন সে ও আটকিয়ে পরে।আমরা টের পেয়ে ছুটে এসে মেইন সুইস বন্ধ করে তাদের কে উদ্ধার করি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এই বিষয় আমি এখনো কিছু জানি না।আমি একটা মিটিংয়ে আছি। মিটিং শেষে তদন্ত করে ব্যাবস্থা নিচ্ছি।
Leave a Reply