সাইদুল ইসলাম আবির,রায়গঞ্জ প্রতিনিধি:
বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী “গ্রামকে শহরে পরিনত করে হবে” অর্থাৎ একজন শহরের মানুষ জীবনে চলার যেসকল নাগরিক সুবিধা পান তার আদলে গ্রামের মানুষকেও সেই সকল সুবিধা প্রদান করার ব্যবস্থা করা হবে।আজ তা বাস্তব হয়েছে।শতভাগ বিদ্যুৎ প্রদানের মাধ্যমে গ্রামের মানুষ তাদের জীবনে ফ্রিজ,এলইডি টেলিভিশন,ইন্টারনেট,জ্বালানি সিলেন্ডার,চিকিৎসা ইত্যাদি সুবিধা গ্রামে বসেই ভোগ করতে পারছেন।
তাই আগামী নির্বাচনে খেটে খাওয়া এসকল নিরীহ মানুষ আবারো জননেত্রী শেখ হাসিনাকে তার নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করবে বলে বিশ্বাস করি।একাধিক সারের দাম কমানো,বিনামূল্যে অসহায়দের মাঝে ঘর বিতরণ, বিভিন্ন ভাতা প্রদানাহ সার্বিক সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ড প্রচার সভায় বিস্তারিত তুলে ধরেন।
গতকাল ২৬ আগস্ট শনিবার সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নেরধর্মদাসগাতী ,চানপুর, দৈবজ্ঞাগাতি,খামারগাতি এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ছাত্র লীগ,যুব লীগ,কৃষক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply