এনামুল হক, সিরাজগঞ্জঃ
পূর্ব শত্রুতার জের ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নে কালিয়া পূর্বপাড়া গ্রামে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, (১৯ জানুয়ারী ২০২৪ইং) তারিখে সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াহরিপুর ইউনিয়নের কালিয়া পূর্বপাড়া গ্রামের মৃত হাজী মো: রকিবুল হোসেন এর পুত্র মো: রেজাউল করিম (৪১) এর নিজস্ব জমিতে পুকুরে প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠে। মাছ মরে ভেসে ওঠার সাথে সাথে কান্না কণ্ঠে রেজাউল করিম বলতে থাকেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়া উত্তরপাড়ার নজির সেখ এর পুত্র আবু হানিফ (৩৬) এর ০১৭৭৭৫৮৯৬৭৪ নাম্বার মোবাইল যোগে আমাকে কালিয়া রেলক্রসিং নামক স্থানে আসতে বলে। আমি রেল ক্রসিং এর স্থানে আসলে আবু হানিফ তাকে বলে শুষ্ক মৌসুম, পুকুরের মাছগুলো মেরে বিক্রি করে দে। মাছ বিক্রির করার পর পুকুরে আর আসতে পারবি না। এই পুকুর আমি চাষ করব। তুই পুকুর থেকে সরে যাবি। রেজাঊল করিম সাফসাফ আবু হানিফ কে বলে দেয়, পুকুর আমার সম্পত্তি। আমি পুকুরে মাছ চাষ করব, আর পুকুরের মাছও বিক্রি করব না। তখন আবু হানিফ, রেজাঊল করিমকে বলে দেয়, পুকুরের মাছ যদি না মেরে চলে যাস, তাহলে তোর সাথে সাথে তোর মাছগুলো বিষ দিয়ে মেরে ফেলব।
উল্লেখ্য, ৫০ শতক পুকুর নিয়ে রেজাউল করিম এর সাথে আবু হানিফ এর দীর্ঘদিন শত্রুতা চলে আসছে। এই পুকুরটি কিছু অংশ রেজাউল করিম এর পৈতৃক সম্পত্তি, কিছু অংশ রেলের সম্পত্তি।
Leave a Reply