আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
“ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ব্র্যাকের উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ সুমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস. এম. শহিদুল্লাহ সবুজ ।
স্বাগত বক্তব্যে রাখেন, কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ব্র্যাক- সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃফেরদৌস হোসাইন প্রমুখ। হয়।
আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিতে অংশ গ্রহন করে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, এনজিওর প্রতিনিধি সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply