নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কামারখন্দে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলিসহ রোকনুজ্জামাল রোকন (৪৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ডিবি কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার রাতে জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে রোকনকে আটক করা হয়।
রোকনুজ্জামাল রোকনের বাড়ি কামারখন্দ উপজেলার বাগবাড়ি গ্রামে।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উল্লেখ করেন, গতকাল রাতে জেলার মাদক দ্রব্য উদ্ধার অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে রোকনুজ্জামাল রোকন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
এ ঘটনায় কামারখন্দ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply