এস এম আক্কাস আলী (আকাশ) সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কামারখন্দ থানার তেঘরী তালুকদার পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মেহেদী হাসান ইউসুফ নামে এক যুবকের উপর বর্রোরোচিত হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এই সময় তার কাছে নগদ অর্থসহ তার গলায় থাকা স্বর্ণের চেনটিও লুট করে দুর্বিত্তরা।
বুধবার (২৭ সেপ্টেম্বর ) দিবাগত রাত আনুমানিক ৮.৪৫ সময় পৌর শহরের নিউ মার্কেট নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দোকানে সিগারেট কেনার জন্য যায়। এ সময় এই হামলার শিকার হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায় যে দীর্ঘদিন আগে তাদের জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা সে দিন তাদের সে মামলার রায় তাদের পক্ষে ডিক্লেয়ার হয়,সে শত্রুতার জের ধরেই মেহেদী হাসান ইউসুফকে কয়েকজন অতর্কিতভাবে তাকে দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করে। তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় উপুর্যপুরী আঘাত করে। চিৎকার চেঁচামেচি শুনে লোক জন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি এখন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার সূত্রে আহত মেহেদী বড় ভাইয়ের বিবরণী জানা যায় যে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আল মামুন/ রায়হান.মিজান , মাহমুদুল, সুবাহান আরো একাধিক জন মোশারফ হোসেন খোকনের নেতৃত্বে আমার ভাইকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে আমি এর সঠিক বিচার চাই আল্লাহ তাআলা আমার ভাই কে হায়াত দিয়েছে বিধায় এখনো বেচে আছে, মাথায় যে পরিমাণ আঘাত করেছে জানিনা কত দিন বিছানায় অসুস্থ অবস্থায় আমার ভাই কে বেঁচে রাখেন আল্লাহ, এর আমি সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে কামারখন্দ থানা অফিসার্স ইনচার্জ রেজাউল ইসলাম মুঠোফোনে বলেন এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পায়নি ।অভিযোগ পেলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব।
Leave a Reply