আলী আশরাফ,সিরাজগঞ্জ:
কামারখন্দের কুটিরচর এক গৃহবধূকে গলাটিপে হত্যা করা হয়েছে। এঘটনায় স্বামী ও শ্বাশুড়ীকে আটক করেছে কামারখন্দ থানা পুলিশ। ঘটনাটি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে কুটিরচর গ্রামে ঘটে। এবিষয়ে কামারখন্দ থানায় একটি একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩, তারিখ: ১৫/০৮২০২৩ইং।
মামলা সূত্রে জানা যায়, ১৪মাস পূর্বে কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের রমজান আলী’র পুত্র আমিনুল ইসলাম (২৪) এর সহিত সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগৎগাঁতী গ্রামের রমজান আলী সেখ এর মেয়ে রঞ্জনা খাতুন (২২) সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর থেকে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে রঞ্জনা খাতুনকে স্বামী আমিনুল ইসলাম (২৪), শ্বাশুড়ী আমিনা খাতুন (৪৫) ও শ্বশুড় রমজান আলী বিভিন্ন সময়ে নানা রকম শারীরিক ও মানসিক নির্যাতন করত। এমনকি স্বামী, শাশুড়ী ও শ্বশুড় তাদের পুত্রবধূকে রঞ্জনা খাতুনকে কোন সময়ই সহ্য করত পারত না। এমতাবস্থায় গত ১৩ আগষ্ট ২০২৩ইং তারিখে আমিনুল ইসলাম জোরপূর্বকভাবে রঞ্জনা খাতুনকে তাদের বাড়িতে নিয়ে যায়। তাদের বাড়িতে নিয়ে গিয়ে ১৪ আগষ্ট ২০২৩ইং তারিখে রাত্রী সাড়ে ৯টার দিকে স্বামী আমিনুল ইসলাম, শ্বশুড় রমজান আলী ও শ্বাশুড়ী আমিনা খাতুন তাদের পুত্রবধূ রঞ্জনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। শ্বাসরোধ করে হত্যার পর রঞ্জনা খাতুন এর মৃত দেহটি ঘরে ধন্নার সহিত শাড়ি দিয়ে ঝুলিয়ে রেখে ডাকচিৎকারে করে লোকজন জড়ো করে এবং লোকজনের সামনে আসামীগণ রঞ্জনা খাতুন আত্মহত্যা করেছে বলেছে চিৎকার ও মৃত দেহটি মাটিতে নামায়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুত্রবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে স্বামী আমিনুল ইসলাম ও শ্বাশুড়ী আমিনা খাতুন গ্রেফতার করে আদালতে প্রেরণ হয়েছে।
Leave a Reply