আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচী’র বিনামূল্যে উচ্চ ফলনশীল রোপা আউশ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে উক্ত বিতরণ অনুষ্ঠানের সভাপতি করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান।
এসময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ রাশিদ আহসান সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও সুবিধা ভোগী সকল প্রান্তিক কৃষকেরা।
Leave a Reply