কামারখন্দ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে গম বোঝাই চলন্ত ট্রাক আটকিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২০ নভেম্বর) গভীর রাতে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় উত্তরবঙ্গগামী ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি গম বোঝাই ট্রাক মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে তাতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে টহলবাহী টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ও ফায়ারসার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। কারা এই আগুন দিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ এর আগেও বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে একই উপজেলার ঝাউল ওভার ব্রিজ এলাকায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ঘটনায় ট্রাকের ড্রাইভার বাদী হয়ে মামলা দায়ের করেছিল।
Leave a Reply