নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কামারখন্দে গোলা কেটে যুবককে হত্যা করা হয়েছে।
আজ বুধবার(২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল বাজারের উত্তরে একটি বেতের ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মানিক হোসেন (২৪) পাশের সদর উপজেলার কালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
মঙ্গলবার রাতের কোনো সময়ে তাকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে।
কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম জানিয়েছেন ‘পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনের রহস্য উন্মোচনে অনুসন্ধান চলছে।’
Leave a Reply