এস এম আক্কাস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১ টার দিকে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের আয়োজনে জনন্দিত জননেতা সাবেক সফল মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোহাম্মদ নাসিম স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীগন। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ এম মুনসুর আলী মিলনায়তনে মোহাম্মদ নাসিমের জন্মদিন উপলক্ষ্যে তার আত্নার মাগফিরাতের জন্য দোয়া, আলোচনা ও উপজেলার সকল কওমী হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ করা হয়। এসময় সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রেফাজ উদ্দিন।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: খলিলুর রহমান সিরাজী বলেন, মোহাম্মদ নাসিম শুধু কাজিপুরে উন্নয়ন করে নাই, ব্যাক্তিগত ভাবে দলীয় পোস্ট পদবি দিয়ে আমাদের ভাগ্য উন্নয়ন করেছে। মোহাম্মদ নাসিম ও তানভীর শাকিল জয় আমাদের অস্তিত্ব। তিনি আমাদের মাঝে বেঁচে থাকলে কাজিপুরে আরও সম্ভাবনা তৈরী হতো। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তানভীর শাকিল জয় এর হাত কে শক্তিশালী করতে পারি।
প্রধান অতিথি উপস্থিতিতে বক্তব্য রাখেন, মোহাম্মদ নাসিমের পুত্র সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, শ্রদ্ধা ও ভালোবাসায় প্রিয় নেতা কে স্মরণ করি। তিনি শুধু রাজনৈতিক ব্যাক্তি ছিল না, সামাজিকভাবে সাধারণ ব্যাক্তি ছিল। আজকে মোহাম্মদ নাসিম নেই, উপলব্ধি করি যে কী মহা সম্পদ হারিয়ে ফেলছি। বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসেছে কিন্তু এখনও উত্তর বঙ্গের মানুষের মনে দুঃখ ও হাহাকার। এটা কাজিপুরের উপলব্ধি নয়, বাংলাদেশের মানুষের উপলব্ধি। শুধু রাজনীতি করে মানুষের হৃদয়ে জায়গা দখল করা যায় না, মানবিক গুনাবলি থাকা প্রয়োজন। আমার বাবা নেই, আপনারা আছেন, আপনাদের মাঝে আমার পিতা কে খুজে পাই। আপনারা আমার পিতা ও মাতার জন্য দোয়া করবেন।
এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম, কাজিপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: আমিনুল ইসলাম, কাজিপুর উপজেলা যুব লীগের সভাপতি বিপ্লব সরকার,কাজিপুর উপজেলা কৃষকলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মাদ বাবলু, নাটুয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সরকার, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার প্রমুখ।
দোয়া ও আলোচনা সভা সঞ্চালনা করেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শওকত আকবর ও সমাপনী বক্তব্য রাখেন, উক্ত সভার সভাপতি।
Leave a Reply