আলী আশরাফ,সিরাজগঞ্জ:
কাজীপুরে জমিজমা সংক্রান্ত জের ধরে ব্যাপক ভাংচুর, মারপিট, জমি দখল ও ঘরবাড়ি উচ্ছেদের ঘটনা ঘটেছে। এবিষয়ে কাজিপুর থানায় উভয়পক্ষ পৃথকভাবে দুটি মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, কাজিপুর উপজেলার লক্ষীপুর দক্ষিনপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিন পুত্র মোঃ ওমর আলী (৬৫) সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের মৃত নজির হোসেন এর পুত্র শফিকুল ইসলাম এর সাথে বসত বাড়ির ২০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এরই এরই ধারাবাহিকতায় গত ২৪/০৪/২০২৩ তারিখ সকাল সাড়ে ১০টার দিকে মৃত নজির হোসেনের পুত্র মোঃ শফিকুল ইসলাম (৪৩), মোঃ বকুল হোসেন (৫০),
মোঃ রফিকুল ইসলাম (৪৫), মোঃ আশাদুল ইসলাম (৩৫), মৃত আব্দুস সামাদ এর পুত্র মোঃ বাদশা মিয়া (৩৫), মোঃ পাশা মিয়া (৩০), সোহেল রানা (২৮), ৫। মোঃ শাকিল (২৫), মৃত আব্দুস সামাদ এর স্ত্রী ছকিনা খাতুন (৫০), বাদশা মিয়া এর স্ত্রী রত্না খাতুন (৩৩) পরষ্পর যোগসাজসে পূর্বপরিকল্পিতভাবে দা, লাঠি, ছোড়া, মোটা লোহার রড, গাছ কাটা মেশিন ইত্যাদি মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়ি উচ্ছেদ ও ২০ শতক জমি দখল করার জন্য অর্তকিতভাবে হামলা চালায়। হামলায় ওমর আলীর মেয়ে রুবিয়া খাতুন (৪০), ছেলে শামীম (৪০), জাহাঙ্গীর আলম (৩৮) ও নাতী রুবেল (১৭) বেধরক মারপিট করে বসতবাড়ি থেকে বের করে দেয়।
পরবর্তীতে ২০ শতক জমির উপর সকল ঘরগুলো ভাংচুর করে পাশের জমিতে ফেলে দেয়। আহতদের গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুটি পক্ষের মধ্য ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে অনেকেই আহত হয়। ঘটনাস্থল কাজিপুর থানা পুলিশ পরিদর্শন করেছে। দুটি পক্ষই পৃথকভাবে দুটি মামলা দায়ের করেছে। মামলার আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আসামীরা পলাতক থাকার কারনে কেউ গ্রেফতার হয়নি।
Leave a Reply