নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কাজীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দিন ও পৌর যুবলীগের সহসভাপতি সোহাগকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ এক সংবাদ সম্মেলন করে ওই দুজনকে বহিষ্কার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী জানান, গত ২৯ নভেম্বর কাজীপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামকে হাতুড়ি দিয়ে পেটায় দুর্বৃত্তরা। গুরুত্বর আহত হওয়া শরিফুল বর্তমানে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত কিছু নেতাকর্মী কাজীপুর পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিনের বাড়িতে হামলা চালায়। ওই সময় কুপিয়ে জখম করা হয় সাবেক মেয়রকে। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই দুই ঘটনা উপজেলা আওয়ামী লীগের দৃষ্টিগোচর হওয়ায় সঙ্গে সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবির জানানো হচ্ছে।
প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা মেলায় তাছির উদ্দিন ও সোহাগকে সাময়িক বহিষ্কার করা হলো।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কৃত দুজন দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply