নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কাজিপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৫টি মালিকানাবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ৩১জুলাই কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল ও জনাব শ্যামল কুমার দত্ত, পিপিএম, অফিসার ইনচার্জ, কাজিপুর থানার নেতৃত্ব ও তত্বাবধানে কাজিপুর থানার একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ০৫টি মালিক_বিহীন পরিত্যক্ত মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে রয়েছে ০১ (এক) টি মালিক ও রেজিঃ বিহীন কালো রংয়ের Apache RTR ১৬০ সিসি মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- C1G7263069, চেসিস নং- MD624HC10H2G71793
০১ (এক) টি মালিক ও রেজিঃ বিহীন নেভীব্লু রংয়ের Pulsar ১৫০ সিসি মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- DH102339. চেসিস নং- MD2YAL CY3JWE85707
০১ (এক) টি মালিক ও রেজিঃ বিহীন কালো রংয়ের Pulsar ১৫০ সিসি মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- DHZCCE85817, চেসিস নং MD2A11CZ8CCE80239
০১ (এক) টি মালিক ও রেজিঃ বিহীন কালো-সবুজ রংয়ের Discover ১২৫ সিসি মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- JZXWNL97657, চেসিস নং- PSUB44BY3NTA13546 ।
০১ (এক) টি লাল রংয়ের পুরাতন Hero Hunk ১৫০ সিসি রেজিঃ বিহীন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- KC13EFJGC01068, চেসিস নং- PSIKCSZ44JJ00097।
Leave a Reply