নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক ০৭ মার্চ” দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ মঙ্গলবার ০৭ মার্চ ২০২৩ খ্রিঃ কাজিপুর উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে কাজিপুর থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, মোসাঃ আরজিনা খাতুন, অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাসিবুল্লাহ, কাজিপুর থানা, সিরাজগঞ্জ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে কাজিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য রালিতে অংশগ্রহণ এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply