আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে গত ৮ মে অনুষ্ঠিত কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী খলিলুর রহমান সিরাজী। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৫২৩৯, তিনি ২য় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হলেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী এবং সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম পেয়েছেন ২৫৬০৪ ভোট। চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৫৮৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন তালা প্রতিকের সেলিম হোসেন, তিনি ৩৮৩৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতিকের শাহীনুল ইসলাম শাহীন পেয়েছেন ৩১২৮৩ ভোট। অপর প্রার্থী টিয়া পাখি প্রতীকের প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ৯৮৮৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, এরমধ্যে হাঁস প্রতীকের প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতানা হক ৩৩৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। বর্তমানে তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী জান্নাতুল ফেরদৌস পেয়েছেন ২১৮২১ ভোট। এছাড়াও সদ্য বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন পেয়েছেন ১২৭৩৬ ভোট, জুলেখা খাতুন ৬৫৬৮ ভোট এবং বিলকিস খাতুন পেয়েছেন ৪৪৬১ ভোট।
ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) মাধ্যমে ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৩৪৫৯৮ জন।
Leave a Reply