স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ কর্তৃক অভিযানে উদ্ধার করা তিনটি মোটরসাইকেল বৈধ কাগজপত্র ডকুমেন্টস যাছাই বাচাই পৃর্বক মালিকদেন নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
রবিবার (১৩ আগষ্ট) বিকেলে কাজিপুর থানা চত্বরে থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম এর নেতৃত্বে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তিন জন মালিক কে তিনটি মোটরসাইকেল বুঝিয়ে দেন।
মোটরসাইকেল মালিকরা হলেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার হাতলাল রংবাজার গ্রামের শাহা আলীর পুত্র সাখাওয়াত হোসেন, নাটোর সদর উপজেলার গোকুল নগর বিরহালসা গ্রামের জিল্লাল উদ্দিনের পুত্র আয়নাল হক আরিফ এবং নাটোর সদর উপজেলার বড় হরিনাপুর গ্রামের মৃত মমতাজ আলী ভুঁইয়ার ছেলে সাইদুল ইসলাম।
গত জুলাই ২০২৩ মাসে কাজীপুর থানা পুলিশ কর্তৃক ১৯ টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে হইতে যে সমস্ত মোটরসাইকেলের চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার স্পষ্ট পাওয়া যায় উক্ত মোটরসাইকেল গুলির বিআরটিএ হতে রেজিস্ট্রেশন এর তথ্য সংগ্রহ করে মালিকের সন্ধান করা হয়।
মালিকের সন্ধান কালে একটি ১৬০ সিসি APACHE RTR মোটরসাইকেলের মালিক এর নাম ও ঠিকানা জনাব মোঃ আয়নাল হক আরিফ (৪০), পিতা-মোঃ জিল্লাল উদ্দিন, সাং- বকুলনগর বিলহালশা, থানা-নাটোর সদর, জেলা-নাটোর পাওয়া যায় এবং যোগাযোগ করিয়া উক্ত আয়নাল হক আরিফ এর মোবাইল নাম্বার সংগ্রহ করে কাজিপুর থানা পুলিশের একটি টিম যোগাযোগ করেন এবং তাঁকে জিজ্ঞেস করা হয় আপনার কোন মোটরসাইকেল হারিয়েছে কিনা? তিনি জানান গত ০৩/০৭/২০২১ তারিখ তার নিজ বাড়ীর সামনে হতে বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার পর কে বা কাহারা মোটরসাইকেলটি নিয়ে যায়। নিজের আত্ম সম্মানের ভয়ে একই রকম আরেকটি মোটরসাইকেল ক্রয় করে। লোকজন জিজ্ঞাসা করিলে আত্ম সম্মানের ভয়ে সে জানায় তার হারিয়ে যাওয়া মোটরসাইকেল পাওয়া গিয়াছে। আইনি প্রক্রিয়া শেষ করে আজকে তার মোটরসাইকেলটি কাজিপুর থানা থেকে বুঝিয়ে দেওয়া হয় । দীর্ঘ দিন পরে হারানো মোটরসাইকেলটি ফিরে পেয়ে আয়নাল হক আরিফ আনন্দে আত্মহারা এবং কাজীপুর থানা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ প্রতিনিয়ত্ব মানুষের এমন সেবা প্রদান করুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।
মালিকের সন্ধান কালে একটি ১৬০ সিসি APACHE RTR মোটরসাইকেলের মালিক এর নাম ও ঠিকানা জনাব মোঃ সাইদুল ইসলাম (৪০), পিতা-মৃত মমতাজ আলী ভূইয়া,সাং- বড় হরিশপুর, থানা-নাটোর সদর, জেলা-নাটোর পাওয়া যায় এবং যোগাযোগ করিয়া উক্ত সাইদুল ইসলাম এর মোবাইল নাম্বার সংগ্রহ করে কাজিপুর থানা পুলিশের একটি টিম যোগাযোগ করেন এবং তাঁকে জিজ্ঞেস করা হয় আপনার কোন মোটরসাইকেল হারিয়েছে কিনা? তিনি জানান গত ২৮/০৮/২০২২ তারিখ তার নিজ বাড়ীর সামনে হতে দুপুর অনুমান ১২.৩৫ ঘটিকার পর কে বা কাহারা মোটরসাইকেলটি নিয়ে যায়। সখের মোটরসাইকেলটি হারানোর পর তাঁর দুই মেয়ে কাঁন্নায় ভেঙ্গে পরে। আইনি প্রক্রিয়া শেষ করে আজকে তার মোটরসাইকেলটি কাজিপুর থানা থেকে বুঝিয়ে দেওয়া হয় । দীর্ঘ দিন পরে হারানো মোটরসাইকেলটি ফিরে পেয়ে সাইদুল ইসলাম ও তার ছোট্ট মেয়ে মোছাঃ সুরমি আক্তার (০৭) আনন্দে আত্মহারা এবং কাজীপুর থানা পুলিশ তথা বাংলাদেশ পুলিশকে নিয়ে এক বিস্ময় প্রকাশ করেন !
অপর মালিকের সন্ধান কালে একটি ১৫০ সিসি PULSAR মোটরসাইকেলের মালিক এর নাম ও ঠিকানা জনাব মোঃ সাখাওয়াত হোসেন (৩৫), পিতা-মোঃ শাহ আলী, সাং-হাতলাল রংবাজার, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়া পাওয়া যায় এবং যোগাযোগ করিয়া উক্ত সাখাওয়াত এর মোবাইল নাম্বার সংগ্রহ করে কাজিপুর থানা পুলিশের একটি টিম যোগাযোগ করেন এবং তাঁকে জিজ্ঞেস করা হয় আপনার কোন মোটরসাইকেল হারিয়েছে কিনা? তিনি জানান গত ২৫/০২/২০২৩ তারিখ তার শ্যালক মোঃ সাগর আলী উক্ত মোটর সাইকেলটি নিয়ে তার শ্বশুর বাড়ী বিজয় ঘাট গ্রামে বেড়াইতে যায়। তার শ্বশুর বাড়ীর সামনে হতে বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার পর কে বা কাহারা মোটরসাইকেলটি নিয়ে যায়। সাগর তার ভগ্নিপতির ব্যবহৃত মোটরসাইকেলটি হারিয়ে বোনের সংসার টিকে রাখার জন্য সেইদিনে একইরকম মোটরসাইকেল ক্রয় করিয়া তার ভগ্নিপতিকে প্রদান করা হয়।
আইনি প্রক্রিয়া শেষ করে আজকে তার মোটরসাইকেলটি কাজিপুর থানা থেকে বুঝিয়ে দেওয়া হয় । দীর্ঘ দিন পরে হারানো মোটরসাইকেলটি ফিরে পেয়ে শ্যালক ও ভগ্নিপতি আনন্দে আত্মহারা এবং কাজীপুর থানা পুলিশ তথা বাংলাদেশ পুলিশকে নিয়ে ব্যাপক প্রসংসা করেন।
Leave a Reply