আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজিপুরে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে মুনছুর আলী (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে । মোটরসাইকেলে থাকা রিয়াদ নামে আরেক আরোহী গুরুতরভাবে আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরের দিকে কাজিপুর উপজেলার পাইকরতলী এলাকায় এঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী কাজিপুর উপজেলার পাঁচগাছী এলাকার মোঃ কালাম মিয়ার ছেলে।
কাজিপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে মুনছুর ও তার বন্ধু দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সোনামুখী বাজার থেকে মেঘাই এর দিকে আসছিলো।
পথিমধ্যে পাইকরতলী এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে জোরে ধাক্কা লেগে তারা রাস্তায় পড়ে যায়।
পরে তাদের স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুনছুরকে মৃত ঘোষণা করে।
Leave a Reply