আক্কাস আলী আকাশ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৫ টার দিকে কাজিপুর উপজেলার শহীদ এম.মুনসুর আলী অডিটোরিয়ামে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন কর্তৃক আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের শহীদ সদস্য, শহীদ এম.মুনসুর আলী সহ জাতীয় চার নেতা, প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আলমপুর চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মুত্তালিব পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে দোয়া ও আলোচনা সভা শুরু করেছেন। এছাড়াও আলোচনা সভা শেষে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ইফতার মাহফিল করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রেফাজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-১ মাননীয় জাতীয় সংসদ সদস্য, প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য। আলোচনা সভা সঞ্চালনা করেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: খলিলুর রহমান সিরাজী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি মো: আলী আসলাম, সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক, রাশেদ ইউসুফ জুয়েল, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, কাজিপুর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার প্রমুখ।
Leave a Reply