কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের মেঘাই ১নং সলিড স্পারের সম্মুখভাগে অন্তত ৩০ মিটার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।
দেশের বাইরে থাকায় খবর পেয়ে রবিবার (৯ জুলাই) বিকেলে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
শুক্রবার (৭ জুলাই) ভোরে কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ১ নম্বর সলিড স্পার বাঁধ এলাকায় হঠাৎ ধসের ঘটনা ঘটে ।
তিনি বলেন, ১৯৯৭ সালে কাজিপুর উপজেলা যমুনা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিমের প্রচেষ্টায় মেঘাই খেয়াঘাট এলাকায় ৩০০ মিটার সলিড স্পার বাঁধ নির্মাণ করা হয়। এরপর ২০১২ ও ২০১৩ সালের মাঝামাঝি পর্যায়ে স্পারটির মূল অংশের ১৫০ মিটার ধসে যায়। পরে স্পারের মাটির অংশটুকু রক্ষায় সিসি ব্লক দিয়ে প্রটেকশন দেওয়া হয়েছিল।হঠাৎ করে সেই অংশের ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়।
দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পরামর্শ দেন এবং করনীয় নির্ধারনে পদক্ষেপ গ্রহণের আহবান জানানোর জন্য পানি উন্নয়ন বোর্ড ও সকলের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। নদী তীর রক্ষা মূল প্রকল্পের বাইরের এই অংশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে, পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করছে।
দ্রুত সময়ে নদী ভাংগন রোধে ব্যবস্থা নেওয়া জন্য পাউবোর নির্বাহী প্রকৌশলী কে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দেন। যে কোন মূল্যেই পর্যটন এলাকা রক্ষা করার আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান, উপ-সহ প্রকৌশলী হাফিজুর রহমান , উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব,সাবেক চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু, চালিতাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুুুকুল, উপজেলা যুুুুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পদ আলি আসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply