কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব- ১৭) ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬জুন) বিকেলে কাজিপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব- ১৭ (বালক) উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।
কাজিপুর ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ তানভীর শাকিল জয়।ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার।এ সময় আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আসাদুজ্জামান বাবলু,উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, পি আই ও একে এম শাহা আলম মোল্লা, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভিএস ডাক্তার মাহমুদুল হাসান , খাদ্য গুদাম ইনচার্জ পলাশ কুমার সুত্রধর,বিআরডিবির ইউনিয়ন উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ বিভিন্নপেশার মানুষ ।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মাঝে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কাজিপুর পৌরসভা ২ – ০ গোলে নাটুয়াপাড়া ইউনিয়নকে পরাজিত করে। খেলা টি পরিচালনা করেন বাফেএ নিবন্ধনকৃত রেফারি মোঃশাহীন হোসেন। পরে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply