আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জর কাজিপুরে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা, কেক কর্তন ও বৃক্ষ রোপণ কর্মসূচি করা হয়েছে।
কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে –
৫ আগষ্ট (শনিবার) সকাল ১০ টার দিকে কাজিপুর উপজেলা চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর মুরালে পুষ্পস্তবক অর্পণ এবং কাজিপুর উপজেলা পরিষদে বৃক্ষরোপন করা হয়। এরপর উপজেলা পরিষদ সভা কক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি করা হয় মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ – ১ কাজিপুর।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্ব ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল, নিশ্চিন্তপুর ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম, আমেনা মনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, কাজিপুর পৌরসভার মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম প্রমুখ।
এ সময়ে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধিরা, আনছার-ভিডিপি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
Leave a Reply