কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের আবু শাহিন (৩৬) নামের এক তেল কল মালিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আবু শাহিন গান্ধাইল দক্ষিন পাড়া মরহুম আমিনুল ইসলামের পুত্র । কোটি পতি ব্যবসায়ী আবু শাইিন গত ১৭ ডিসেম্বর রাতের কোন একসময় শোভার ঘরের ধর্নার সাথে স্ত্রীর ওড়না পেছিয়ে হত্যা করেছে বলে জোড় গুঞ্জন উঠেছে।
খবর পেয়ে রবিবার দুপুরে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানিয়েছেন, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিহত আবু শাহিনের মিলের কর্মচারী শাওন মিয়া জানান, শনিবার যথারীতি মিলের কাজ সেরে বাড়ি চলে যাই। রবিবার সকালে কাজে এসে মিলের দরোজা খোলা দেখে ভিতরে ঢুকে মালিককে ঘরের ধরনার সাথে ওড়না দিয়ে ফাঁস নেয়া অবস্থায় দেখতে পাই। এসময় স্থানীয় কলেকজন লোক ডেকে এনে ওড়না কেটে লাশ ঘরের চৌকির উপর নামিয়ে শুইয়ে রেখে থানা পুলিশকে খবর দেই।
কাজিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, আবু শাহিনের ঘরে সিসিটিভি ক্যামেরা ছিলো। কিন্তু ঘরের ক্যামেরাটি কাপড় দিয়ে ঢাকা ছিলো। আমরা জানতে পেরেছি গতকালই আবু শহিন তার স্ত্রীসহ তিন সন্তানকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply