নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের কাজিপুর পৌরবাসীর জলাবদ্ধতা নিরসন ও দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ সড়ক ও বিপনি বিতান এলাকায় ৩০০ মিটার ড্রেন নির্মাণ ও পৌরবাসির সেবার মান বৃদ্ধি ও নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় প্রধান সড়ক, উপজেলা পরিষদ এবং আবাসিক এলাকায় ৩০০ সড়ক বাতি স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) পৌর এলাকার আলমপুর চৌরাস্তায় উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, পিআই ও একে এম শাহা আলম মোল্লা,পৌরসভার কাউন্সিলর শরিফুল ইসলাম কুড়ান, রিপন মাহমুদ , সমাজসেবক কবির তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাজিপুর পৌরসভা মেয়র ও উপজেলা আ’লীগের সাংগঠনিক আব্দুল হান্নান তালুকদার জানান, কুয়েত ফান্ড হতে প্রায় সোয়া দুই কোটি ব্যায়ে ৩০০ মিটার ড্রেন ও দুটি পাকা রাস্তার কাজ চলমান আছে। এতে আলমপু্র চৌরাস্তা, পৌরসভা ভবন এবং আশপাশের জনবহুল এলাকায় জলাবদ্ধতা নিরসনে ড্রেনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ড এই সুবিধার আওতায় আসবে।
কাজিপুর পৌরসভা সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তন ফান্ড হতে পৌর এলাকার উপজেলা পরিষদ ক্যাম্পাস, আবাসিক এলাকা, প্রধান সড়ক এবং জনবহুল বসতিতে সড়ক বাতি স্থাপন করা হয়েছে। এর মধ্যে সোলার এবং বিদ্যুৎ চালিত বাতি রয়েছে। শুভ উদ্বোধনকালে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার জানান, পৌরবাসীর সুবিধার্থে এই প্রকল্প গ্ৰহণ করা হয়েছে, বেরিপোটল, পলাশবাড়ি, উপজেলা সদর এলাকা এই সুবিধা পাবে, পর্যায়ক্রমে পৌর এলাকার সকল সড়কে প্রকল্প বাস্তবায়িত হবে।
Leave a Reply