আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কাজিপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের রবি মৌসুমে ৪’হাজার ৪’শত জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে ৫’কেজি উচ্চ ফলনশীল ধান বীজ ও ৫ ‘কেজি ডিওপি এবং ৫’কেজি এমওপি সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এবছর ১৩’হাজার ৭ হেক্টর জমিতে ধান উৎপাদনের করার লক্ষ্যে বিতরণ করা হয়।
কাজিপুর উপজেলার কৃষি অফিসের আয়োজনে-
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে প্রণোদনা বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন- কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
উক্ত বিতরণ কার্যক্রম কালে উপস্থিত ছিলেন – কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইলা রানী, উপ-সহকারী উদ্ভিদ সম্প্রসারণ কর্মকর্তা দিলীপ কুমার চক্রবর্তী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমূখ।
এসময়ে কাজিপুর উপজেলার সুবিধা ভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply