আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৩-২৪ বছরের খরিপ মৌসুমের কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাজিপুর উপজেলা কৃষি অফিস হতে উপজেলার ৪’শ কৃষক- কৃষাণীর মাঝে চলতি খরিপ-২ মৌসুমে জনপ্রতি ৫ কেজি করে মাসকলাই বীজ,১০ কেজি করে ডিওপি,৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
এ বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান সিরাজী।
এতে সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলার নির্বাহীকর্মকর্তা সুখময় সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।
কাজিপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কৃষি সম্প্রসারণকর্মকর্তা ইলারানী প্রমুখ।
এ সময়ে অনুষ্ঠানে উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply